ঘরোয়া ফেসিয়াল - ৩ ধরনের স্পেশাল ফেসিয়াল তৈরির নিয়ম ও ব্যবহারের নিয়ম।

হ্যালো বন্ধুরা সবাইকে সুমা হেলথ কেয়ার এ স্বাগতম! আজকে আপনারা যে বা যারা আমার  ঘরোয়া ফেসিয়াল - ৩ ধরনের স্পেশাল ফেসিয়াল তৈরির নিয়ম ও ব্যবহারের নিয়ম সম্পর্কে জেনে নিজেরা বানিয়ে নেওয়ার জন্য আমার রেমিডিটি অনুসরণ করতে এসেছেন তাদের সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। 


শিরোনাম :ঘরোয়া ফেসিয়াল - ৩ ধরনের স্পেশাল ফেসিয়াল তৈরির নিয়ম ও ব্যবহারের নিয়ম।


ভূমিকা :


ঘরোয়া উপায়ে ফেসিয়াল করা খুবই ইফেক্টিভ পদ্ধতি। যে বা যারা বিভিন্ন ধরনের কাজের চাপের কারনে বা অনেকের ঠিক সেই পরিমান সামর্থ্য না থাকার কারনে পার্লার এ যেতে পারছেন তাদের ক্ষেএে একটু হোমমেড ফেসিয়াল করে যত্ন নেওয়া দরকার।


ঘরোয়া ৩ ধরনের ফেসিয়ালের প্লাটিনাম ফেসিয়াল করার উপকরন:


  • ২চামচ তরল দুধ,
  • ১টি টিসু পেপার, 
  • ১টি টমেটোর রস,
  • হাফ চামচ মধু,
  • ১টি তোয়ালে,
  • ১বাটি গরম পানি, 
  • ১টি ছোট আলুকে সমান করে কেটে হাফ আলু, 
  • ১টি ডিমের সাদা অংশ বা ১টি কলা,
  • ১চামচ ওটস পাউডার,
  • ১চিমটি হলুদের গুড়ো, 
  • বড় ১চামচ অ্যালোভেরা জেল,
  • বড় ১চামচ গ্লিসারিন, 
  • দেড় চামচ রোজ ওয়াটার, 
  • হাফ চামচ লেবুর রস। 

ঘরোয়া ৩ ধরনের ফেসিয়ালের প্লাটিনাম ফেসিয়াল করার নিয়ম :


১/ক্লিংজিং করার নিয়ম :


~প্রথমে আগে থেকে জ্বাল করে ঠান্ডা করে রাখা ১-২চামচ দুধকে একটি তুলায় লাগিয়ে নিন। এরপর তুলা দিয়ে ৩ বার লেয়ার দিয়ে মুখে লাগিয়ে নিন। মুখে লাগানোর পর হালকা করে হাত দিয়ে ম্যাসাজ করে নিতে হবে যাতে আপনার মুখের অয়েল,ময়লা সবকিছু পরিষ্কার হয়ে বের হয়ে আসে।এরপর একটি টিসু দিয়ে মুছে নিতে হবে। 



২/এক্সফ্লোয়েটিং বা সাধারণ ক্লিজিং করার নিয়ম :


~ক্লিংজিং করার পরে এক্সফ্লোয়েটিং বা সাধারণ ক্লিজিং করার জন্য ১টি টমেটোর রস,হাফ চামচ মধু নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর ব্রাশ দিয়ে ৩বার করে ফেইসে লাগিয়ে নিন।এরপর ৭-১০মিনিট মুখে রেখে অপেক্ষা করুন। তারপর ৭-১০মিনিট পর একটি বাটিতে গরম পানি নিন, আর সেই গরম পানিতে ১টি তোয়ালে ভাজ করে ভিজিয়ে নিয়ে ভালো করে পানি থেকে তুলে ছিপে নিয়ে কপালে, গালে,থুতনিতে,নাকে হালকা প্রেসার দিয়ে তোয়ালে দিয়ে স্ট্রিমিং করে নিতে হবে। 

৩/আলু দিয়ে স্ক্রাবিং করার নিয়ম :


~এক্সফ্লোয়েটিং বা সাধারণ ক্লিজিং করার পরে ১টি ছোট আলু নিয়ে সেটি দুইভাগ করে কেটে অর্ধেক ভাগ আলুর ভেতরের অংশে ছুরি দিয়ে কাটা কাটা চিহ্ন দিতে হবে যাতে আলুর রস বের হয়।এরপর সেই অর্ধেক টুকরো আলু দিয়ে মুখে ভালো করে ম্যাসাজ করে নিন,যাতে কালো দাগ, পিগমেন্টেশন,অতিরিক্ত টোন ভাব কমাতে সাহায্য করতে পারে।এরপর ১টি ডিমের সাদা অংশকে ৩বার ব্রাশ দিয়ে লাগিয়ে নিন ৫-৭মিনিট রাখার পর ধুয়ে নিন।

৪/হাইড্রেটিং মাস্ক তৈরি করে ব্যবহার করার নিয়ম :


~আলু দিয়ে স্ক্রাবিং করার পরে হাইড্রেটিং মাস্ক তৈরি করার জন্য ১চামচ ওটস পাউডার, বড় ১চামচ অ্যালোভেরা জেল,১চিমটি হলুদের গুড়ো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে মুখে ব্রাশ দিয়ে লাগিয়ে ৫-৭মিনিট পর পানি দিয়ে ধুয়ে নিন।


৫/ময়েশ্চারাইজার ব্যবহার করার নিয়ম :


~হাইড্রেটিং মাস্ক তৈরি করে ব্যবহার করার পর 
ময়েশ্চারাইজার ব্যবহার করার জন্য বড় ১চামচ অ্যালোভেরা জেল,১চামচ গ্লিসারিন, দেড় চামচ রোজ ওয়াটার এবং কিছু লেবুর রস একসাথে মিশিয়ে নিন। এরপর পুরো মুখে ব্যবহার করুন হাত দিয়ে এবং  ১৫ মিনিট পর মুখ নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন। 

ঘরোয়া ৩ ধরনের ফেসিয়ালের মধ্যে দুধের ফেসিয়াল করার উপকরন:

  • ১টি কটন তুলা,
  • তরল দুধ, 
  • চালের গুঁড়া, 
  • টকদই,
  • বিটরুট জুস,
  • হলুদের গুড়ো।

ঘরোয়া ৩ ধরনের ফেসিয়ালের মধ্যে দুধের ফেসিয়াল করার নিয়ম :


১/প্রথমে ১টি কটন তুলা নিয়ে তরল দুধে ডুবিয়ে নিতে হবে, তারপর সেই কটন তুলা দিয়ে মুখে আস্তে আস্তে লাগিয়ে ফেইস ক্লিংজিং করে নিন।

২/ফেইস ক্লিংজিং করার পরে ১চামচ চালের গুঁড়া ও হাফ চামচ দুধ মিশিয়ে একটি প্যাক তৈরি করে মুখে লাগিয়ে নিন এবং ৫-৭মিনিট পর ধুয়ে ফেলুন। 

৩/চালের গুড়া ব্যবহারের পরে ২চামচ টকদই ১চামচ দুধের সাথে ভালো করে মিশিয়ে নিন এরপর পুরো ফেইসে লাগিয়ে নিন ৪-৫মিনিট এর জন্য। তারপর ভেজা তোয়ালে দিয়ে মুছে নিতে হবে । 

৪/টকদই মাস্ক ব্যবহারের পর ১-২ চামচ বিটরুটের জুস ১চামচ দুধের সাথে মিশিয়ে নিন এরপর ৫-৭মিনিটের জন্য রেখে ভেজা তোয়ালে বা টিসু দিয়ে মুছে নিন।

৫/ বিটরুটের মাস্ক ব্যবহার করার পরে ১চিমটি হলুদের গুড়ো ১চামচ দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মুখে লাগিয়ে নিন এরপর ৪-৫মিনিট পর ভেজা তোয়ালে দিয়ে মুছে নিন এবং নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন মুখ। 



ঘরোয়া ৩ ধরনের ফেসিয়ালের মধ্যে ইনস্ট্যান্ট গ্লু ফেসিয়াল করার উপকরন:


  • ১চামচ অ্যালোভেরা জেল,
  • হাফ চামচ মধু,
  • কলার পেস্ট ২চামচ,
  • স্যুগার গুড়ো করে রাখা হাফ চামচ, 
  • দুধের ক্রিম ১চামচ,
  •  বিটরুট জুস ৪চামচ,
  • চন্দন গুঁড়া পাউডার ২চামচ।

ঘরোয়া ৩ ধরনের ফেসিয়ালের মধ্যে ইনস্ট্যান্ট গ্লু ফেসিয়াল করার নিয়ম :


১/ক্লিংজিং করার জন্য ১চামচ অ্যালোভেরা জেল,হাফ চামচ মধু একসাথে মিশিয়ে নিয়ে মুখে লাগিয়ে নিন এবং ৩-৪ মিনিট রেখে টিসু পেপার বা ভেজা তোয়ালে দিয়ে মুছে নিন মুখ।

২/ ক্লিংজিং করার পরে স্ক্রাবিং করার জন্য ২চামচ কলার পেস্ট এবং স্যুগার গুড়ো করে রাখা হাফ চামচ একসাথে মিশিয়ে নিন এবং ত্বকে লাগিয়ে ৫-৬মিনিট রেখে হাতে হালকা পানি নিয়ে স্ক্রাব করে নিন। এরপর মুখ ধুয়ে নিন। 

৩/স্ক্রাবিং করার পরে ফেসিয়াল ম্যাসাজ করার জন্য ১চামচ মিল্ক ক্রিম,২চামচ কলার পেস্ট একসাথে ভালো করে মিশিয়ে নিন এরপর পুরো মুখে ব্রাশ দিয়ে লাগিয়ে নিন। প্যাকটি ৪-৫মিনিট রেখে ম্যাসাজ করুন একটু আস্তে আস্তে। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। 

৪/ফেসিয়াল ম্যাসাজ করার পরে ফেইস মাস্ক তৈরির জন্য বিটরুট জুস ৪চামচ,চন্দন গুঁড়া পাউডার ২চামচ ও ২চামচ কলার পেস্ট একসাথে ভালো করে মিশিয়ে নিন এরপর পুরো মুখে ব্রাশ দিয়ে লাগিয়ে ১০-১৫মিনিটের জন্য রেখে ভেজা তোয়ালে দিয়ে মুছে নিন এবং নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন। 

ঘরোয়া ফেসিয়াল - ৩ ধরনের স্পেশাল ফেসিয়াল তৈরির নিয়ম ও ব্যবহারের নিয়ম এর শেষ কথা :


উপরিউক্ত ৩ধরনের ফেসিয়ালের মধ্যে আপনারা যেকোনো ১টি ফেসিয়াল আপনার ত্বকের জন্য বেছে নিতে পারেন ইনশাআল্লাহ ভালো ফলাফল পেতে পারেন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

শিক্ষামূলক ব্লগ বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url